বাংলাদেশের চিকিৎসা-সেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের চিকিৎসা-সেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ নয়াপাড়া ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্ব আতঙ্কে। যেসব রাষ্ট্রে টাকা-পয়সার অভাব নেই, যন্ত্রপাতির অভাব নেই– তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে বাংলাদেশের চিকিৎসা-সেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, শীত আসায় আবার বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে মাস্ক পরা ছাড়া কাউকে কোন সেবা না দিতে। হরগজ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন লাল মিয়া।