বাংলাদেশ নৌবাহিনীর ৪০ কর্মকর্তা ও নাবিককে শান্তিকালীন পদকে ভূষিত
- আপডেট সময় : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে শান্তিকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৪০ কর্মকর্তা ও নাবিককে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়েছে
এদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক, ৫ জন অসামান্য সেবা পদক, ৫ জন বিশিষ্ট সেবা পদক, ৭ জন নৌ গৌরব পদক , ১০ জন নৌ উৎকর্ষ পদক এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক অর্জন করেন। সকালে নৌ-সদরস্থ জুপিটার হলে শান্তিকালীন এ পদক প্রদান অনুষ্ঠিত হয়। পদকপ্রাপ্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল শাহীন ইকবাল ৩ জন কর্মকর্তাকে নৌবাহিনী পদক পরিয়ে দেন। এরা হলেন অবসরপ্রাপ্ত ভাইস এডমিরাল এম আখতার হাবীব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভিসি রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল এবং সহকারী নৌপ্রধান অপারেশান্স রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ। এছাড়া নৌপ্রধান ৪ জনকে অসামান্য সেবা পদক, ২ জনকে বিশিষ্ট সেবা পদক, ৪ জনকে নৌ-গৌরব পদক, ২ জনকে নৌ-উৎকর্ষ পদক এবং একজনকে নৌ-পারদর্শীতা পদক পরিয়ে দেন।