স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০২:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ আরো জানান, স্বাধীনতার চেতনা সকল স্তরে পৌঁছে দিতে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত নানা কর্মসূচি নিয়েছে দল। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় তিনি আরো বলেন, সরকার যদি এসব কর্মসূচিতে বাধা দেয়, তাহলে তাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাকে মনে প্রাণে ধারণ করে। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি বর্ণাঢ্যভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ সময় খন্দকার মোশাররফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুন্ঠিত। স্বৈরচারী সরকারের ভয়ে মানুষ মন খুলে কথা বলতে পারে না। ৫০ বছর পূর্তিতে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা মানুষের কাছে তুলে ধরবে বিএনপি।