করোনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা কিছুটা থমকে দিলেও সরকারের তাৎক্ষনিক পদক্ষেপে ক্ষয়ক্ষতি সামাল দেয়া সম্ভব হয়েছে
- আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস দেশের উন্নয়ন অগ্রযাত্রা কিছুটা থমকে দিলেও সরকারের তাৎক্ষনিক পদক্ষেপে ক্ষয়ক্ষতি সামাল দেয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার, সশস্ত্র আইনশৃংখলাবাহিনী ও আওয়ামী লীগ সক্রিয়ভাবে মানুষের পাশে ছিল বলেই তা সম্ভব হয়েছে বলেও মনে করেন তিনি।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর উপর ‘শেখ হাসিনা সেতু’, নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর উপর বীর ‘মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী সেতু, যশোর জেলার ভৈরব নদীর উপর দীর্ঘ সেতু; এবং পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ‘স্বাধীনতা চত্বর’ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার সেকেন্ড ওয়েভ থেকে বাঁচতে জনগণের সুরক্ষাকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাক্সিনপ্রাপ্তি নিশ্চিত করতে অগ্রীম টাকার বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে আরো বলেন, পদ্মাসেতুসহ সারাদেশে সড়ক পথে নতুন অবকাঠামো নির্মানের ফলে সারাদেশে সংযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিকের সূচনা হবে।