সড়ক দুর্ঘটনায় বগুড়া, মাদারীপুর, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন নিহত
- আপডেট সময় : ০৬:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বগুড়া, মাদারীপুর ও মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন নিহত হয়েছে।
বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি বাসের চাপায় তিন জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। পাঁচজন যাত্রী নিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা চান্দাকোনায় যাচ্ছিলো। ঢাকাগামী বাস পিছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই তিনজন যাত্রী।
মাদারীপুরের শিবচরের ভদ্রাসন বাজারে যাওয়ার পথে ইজিবাইকের চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে সালমা বেগম নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভদ্রাসন বাজারে যাওয়ার সময় সালমার ওড়না ইজিবাইকের চাকায় আটকে গেলে ছিটকে রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হয় সালমা। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে ব্যাটারি চালিত ভ্যান চাপায় হুজাইফা নামের এক শিশু নিহত হয়েছে। সকালে হুজাইফা গাংনী-কাথুলি সড়ক পারপারের সময় যাত্রী বোঝাই ভ্যানের চাপায় ঘটনস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন রুহুল আমীন নামে এক পথচারী। শনিবার রাতে রুহুল আমীন কোড্ডা সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।