মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরো কঠোর হচ্ছে সরকার
- আপডেট সময় : ০৬:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরও কঠোর হচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরও কঠোর হতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরো জানান, মন্ত্রিসভার বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ের নেয়া বেশ কয়েকটি পদক্ষেপের ফলাফল নিয়েও আলোচনা হয়েছে।
সোমবার সকালে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসে। গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, অনির্ধারিত আলোচনায় আবারও মাস্ক পরা নিশ্চিত করতে জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি মোবাইল কোর্টগুলো আগামী ৭ দিন পর্যবেক্ষণের পর প্রয়োজনে জরিমানার পরিমান কয়েক গুণ বাড়িয়ে দেবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ও দুস্থ-অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২০’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সরকারি কর্মকর্তাদের বিদেশে টাকা পাচারের বিষয়টি সরকার গুরুত্বের সাথে খতিয়ে দেখছে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দোষীরা অতি দ্রুত বিচারের আওতায় আসবে।