আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস কর্মচারী নাজমার ১৩ বছরের কারাদন্ড

- আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
খুলনা কাস্টমস হাউসের কর্মচারী নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সম্পদের তথ্য গোপন ও আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় এই রায় দেয়া হয়।
দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় দেন। রাফেজা বেগম চট্টগ্রাম কাস্টটমসে কর্মরত ছিলেন। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা মোশাররফ হোসেন বাদি হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কমর্রত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচারি। তদন্তে তার বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমাণ পেয়ে ২৬-এর ১ ও ২৬-এর ২ ধারায় কারাদন্ড ও জরিমানাসহ শাস্তি দেয়া হয়েছে।