আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে করোনার টিকা পাওয়া যাবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রতি মাসে ৫০ লাখ মানুষের জন্য এ টিকা নিশ্চিত করা হবে।
এরই মধ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব মানুষই যাতে দ্রুত ভ্যাকসিন পায় সেই উদ্যোগ নিয়েছে সরকার। সকালে ঢাকার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের হার আবার বেড়েছে জানিয়ে তিনি বলেন, এই ভাইরাস যাতে নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। ভ্যাকসিন না আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরতেই হবে। এটাই আপাতত ভ্যাকসিন। এ বিষয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী।