পটুয়াখালীর মহিপুরে দুই বনদস্যু আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুরে বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার ও লিটন প্যাদা নামের দুই বনদস্যুকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কর্তনকৃত ৬টি ঝাউগাছ উদ্ধার করা হয়। আটককৃত শাহজাহান নজিবপুর এলাকার বাসিন্দা। নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ঝাউগাছ কাটার সময় তাদেরকে আটক করা হয়। মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘ দিন ধরে এ চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার একাধিক অভিযোগ রয়েছে।