নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় আগুনে ৩৪টি বসতঘর পুড়ে ছাঁই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় আগুনে ৩৪টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে । গেলরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের লাগে । এতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে দিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিন্তু এতে কেউ হতাহত হয়নি।