করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনার সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নো মাস্ক নো সার্ভিস চালু করেছেন তা সকলকে সচেতন ভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে আয়োজিত সিটি স্ক্যান মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জা আজম এমপি,স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।