যারা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার ভাস্কর্য নিয়ে কথা বলেন, তারা আসলে প্রকৃত ইসলামের লোক নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ভাস্কর্য আর মূর্তি এক না। যারা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার ভাস্কর্য নিয়ে কথা বলেন, তারা আসলে প্রকৃত ইসলামের লোক নয়। তারা ইসলাম নিয়ে অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সুরেশ্বর বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২২ জনের মধ্যে নগদ ১৬ হাজার ও জন প্রতি ২ ভান্ডিল করে ঢেউটিন ও ৬ জনের ভিতর ৬ হাজার টাকা ও ২ ভান্ডিল করে ঢেউটিন বিতরন করেন।