দেশের সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশের সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনশেষে তিনি একথা জানান। দেশের তৈরি পোশাক খাতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনায় সৃষ্ট সঙ্কটে পোশাক খাতের ব্যবসায়ীদের ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। করোনার দ্বিতীয় ধাপেও যদি পোশাক শিল্পে এমন পরিস্থিতি দেখা দেয় তবে সরকার পুনরায় তাদের সহযোগিতা করবে। এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।