নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক
- আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বগুড়া সদরের গোকুল এলাকা থেকে আটক করা হয় তাদের।
এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, ইসলামী বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেলরাতে সদরের গোকুল বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদ পাশে একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সেখানে অবস্থানরত কুমিল্লা জেলার ইকবাল হোসেন সরকার এবং জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বোমা তৈরীর বিস্ফোরক উপাদান, একটি চাপাতি ও জঙ্গিবাদের বেশকিছু বই এবং প্রচারপত্র।তিনি আরো জানায়, অন্তত পাঁচ বছর ধরে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য হিসেবে দেশের ১৪টি জেলায় নিয়মিত প্রচারণার মাধ্যমে সদস্য ও অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছিলো।