ডা. মিলনের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ডা. মিলনের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সকালে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদ– ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিলনের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি। এ সময় মিলনের আত্মত্যাগ সব গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা বলেও জানান আওয়ামী লীগ নেতারা। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।