কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক সজল ও সোহাগ নামে ২ যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক সজল ও সোহাগ নামে ২ যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিকেলে মোটরসাইকেল যোগে তিন বন্ধু মিলে কালাকচুয়া এলাকা দিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে পিছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ৩ বন্ধু রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল কাভার্ডভ্যানটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।