এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক মরহুমা নুর নাহার বেগমের চেহলাম উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
এসএ পরিবহনের চেয়ারম্যান এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক মরহুমা নুর নাহার বেগমের চেহলাম উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তবে দেশজুড়ে করোনা সংক্রমণ আবার বাড়ায় চেহলাম উপলক্ষে আগামীকালের মেজবানী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ বটখিল গ্রামের নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে অংশ নিতে আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও আলেম-ওলামাসহ হাজারো মানুষ বিকেল থেকেই উপস্থিত হতে থাকেন মরহুমার গ্রামের বাড়িতে। এ সময় এসএটিভি ও এসএ পরিবহন প্রাইভেট লিমিটেড এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, নূর নাহার বেগমের আন্তরিক প্রচেষ্টাতেই বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি সাধারণ মানুষের কল্যাণে সবসময়ই কাজ করে গেছেন। মরহুমা নুর নাহার বেগমের সহযোগিতাতেই এসএ গ্রুপ আজ দেশে-বিদেশে বিপুল খ্যাতি অর্জন করেছে। রোহিঙ্গা ও করোনাসহ বিভিন্ন জাতীয় সংকটে তার তদারকিতেই সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এসএ গ্রুপ অব কোম্পানিজ। মরহুমা নুর নাহার বেগমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। অনুষ্ঠানে এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূরে আলম রুবেল এবং শামসুল আলম পান্থও উপস্থিত ছিলেন। প্রায় দেড় বছর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেল ১৮ অক্টোবর সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মহিয়সী এই নারী। পরে নোয়াখালীর আমিরাবাদের বটখিল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।