আখচাষী ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবীতে বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চিনিকলের আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবী বাস্তবায়নে জয়পুরহাট, নাটোর, ঝিনাইদহ, পাবনা ও কুষ্টিয়ায় মানববন্ধন হয়েছে।
লোকসানের কারণ দেকিয়ে জয়পুরহাটে চিনিকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বেলা ১২টায় জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও কৃষকদের পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান বক্তারা।
৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোর চিনিকল শ্রমিক-র্কমচারী ফেডোরেশন ও আখচাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বকেয়া বেতোনসহ সকল পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-র্কমচারীদের অর্থ পরিশোধ করা, আখচাষীদের আখের পাওনা টাকা পরশোধ করার দাবি তুলে ধরে দ্রুত সকল দাবি পূরণ করার আহ্বান জানান।
আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে পাবনার ঈশ্বরদী ডাকবাংলোর সামনে পাবনা চিনিকল সহ অন্যান্য চিনিকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসুচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
চিনিকল বন্ধের প্রতিবাদে ৫ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-চাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে, শ্রমিক কর্মচারিদের ৭ মাসের বেতন পরিশোধ করতে হবে, শ্রমিকদের গ্রাইচুটি পরিষোধ করতে হবে এবং আখচাষীদের বকেয়া পাওনা পরিষোধের দাবীও জানান তারা।