আরএফএল হাউজওয়্যারের ১৮ বছর পূর্তিতে ‘দেড় যুগের বিশ্বাস’ নামে ক্যাম্পেইন’র উদ্বোধন
- আপডেট সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আরএফএল হাউজওয়্যার পণ্য কিনলে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ পর্যন্ত ছাড়। আরএফএল গ্রুপের জনপ্রিয় গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড- আরএফএল হাউজওয়্যারের ১৮ বছর পূর্তি উপলক্ষে ‘দেড় যুগের বিশ্বাস’ নামে এই ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।
সকালে ঢাকার বাড্ডার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল হাউজওয়্যারের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম। এসময় তিনি বলেন, বর্তমানে আরএফএল হাউজওয়্যারের ৩৪ ক্যাটাগরিতে ১৬শ’ পণ্য রয়েছে। প্রতিটি পণ্যই ভোক্তারা আস্থার সাথে গ্রহণ করেছেন। তাদের ভালোবাসায় আরএফএল হাউজওয়্যার একে একে ১৮ বছর পূর্ণ করেছে। এসময় ১৮ বছর পূর্তিতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ১৮টি নতুন পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। আরএফএল এক্সক্লুসিভ শোরুম থেকে সর্বনিম্ন ৫শ’ টাকার পণ্য কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ পর্যন্ত ছাড়।