বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা শতভাগ সফল
- আপডেট সময় : ০৯:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার এবারের আয়োজন শতভাগ সফল হয়েছে বলে মনে করেন সুইমিং ফেডারেশন সাধারণ সম্পাদক এম বি সাইফ। সাঁতারুদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আনতে পারলে আরো সাফল্য পাওয়া যাবে বলে জানান তিনি। অন্যদিকে, প্রতিভাবান সাঁতারু খুজে বের করতে ট্যালেন্ট-হান্ট করার কথা ভাবছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। এদিকে, ১৭তম আসরের দুই চ্যাম্পিয়ন- ফয়সাল ও নাইমা বাংলাদেশকে এনে দিতে চান আন্তর্জাতিক সাফল্য।
করোনায় বন্ধ থাকার পর আবারো প্রতিযোগিতার ধারায় ফিরেছে দেশের সাঁতার। সেটাও আবার দূরপাল্লার প্রতিযোগিতা দিয়ে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। নৌবাহিনীর সহযোগিতা আর ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজনটা জাতির পিতার জন্মভূমি গোপালগঞ্জের মধুমতি নদীতে।
দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেনে ১৪ জন সাঁতারু। প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও নাঈমা আক্তার। চ্যালেঞ্জ ধরে রেখে এই দুই প্রতিযোগি ভবিষ্যতে বাংলাদেশকে এনে দিতে চান আন্তর্জাতিক সাফল্য।
প্রতিযোগিদের চেস্টায় মুগ্ধ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। তাই ভবিষ্যতে আরো প্রতিভাবান সাঁতারু খুজে বের করতে ট্যালেন্টহান্ট করার কথা ভাবছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
এদিকে, ১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার এবারের আয়োজনকে শতভাগ সফল বলছেন সুইমিং ফেডারেশন সাধারণ সম্পাদক এম বি সাইফ। সাঁতারুদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় আনতে পারলে আরো সাফল্য পাওয়া যাবে বলে জানান তিনি।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে আছে বাংলাদেশের সাঁতারুরা। তাই সামনে আরো প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করতে চায় সুইমিং ফেডারেশন।