বেনাপোল কাস্টমস কর্মকর্তারা মানববন্ধন করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বেনাপোলের পানগাঁও বন্দরে রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা মানববন্ধন করছে
পানগাও বন্দরে যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় বেনাপোল কাস্টমস হাউসে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। দেলোয়ার হোসেন জানান, আমদানিকৃত পণ্য চালানের ডকুমেন্টসে অনিয়ম থাকাই রাজস্ব কর্মকর্তা সে ফাইলে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করলে তাকে লাঞ্ছিত করা হয়। এসময় মানবন্ধনে কর্মকর্তারা যুগ্ম-কমিশনার লুৎফর কবিরের অপসারণ দাবি জানানো হয়।