নতুন বরকে মাদকাসক্ত আখ্যা দিয়ে ইউপি ভবনে আটকে রেখে হত্যা
- আপডেট সময় : ০৬:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নতুন বরকে মাদকাসক্ত আখ্যা দিয়ে ইউপি ভবনে রাতভর আটকে রেখে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাজশাহীর হরিপুর ইউপি ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এঘটনায় চেয়ারম্যানসহ ১৯জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বলছে, কোনো ব্যক্তিকে এভাবে আটকে রাখা বেআইনী। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
গেল ২০ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার মোফাজ্জল হোসেন নামে এক যুবক বিয়ে করে পবার হরিপুর ইউপি নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়েকে। তবে মোফাজ্জলের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ এনে তার সাথে সংসার করতে আপত্তি জানায় নববধূ। তালাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রোববার হরিপুর ইউপি ভবনে বসার কথা ছিল। এ জন্য শনিবার রাতে মোফাজ্জলকে নিজের জিম্মায় নিয়ে ইউপি ভবনে আটকে রাখেন চেয়ারম্যান। রোববার ভোরে ইউপি ভবনের একটি কক্ষ থেকে জানালার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তবে চেয়ারম্যানের দাবি, মোফাজ্জলের স্বজনদের অনুরোধেই তাকে আটকে রাখা হয়েছিল।
যদিও এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত না হলেও এভাবে কোনো ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে রাতভর আটকে রাখাকে বেআইনী- বলছেন মোফাজ্জলের এলাকার চেয়ারম্যানও।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সেখানে সুরতহাল ও আলামত সংগ্রহ করে তারা। পরে মরদেহ উদ্ধারের পর পুলিশ জানায়, আইনী অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এঘটনায় চেয়ারম্যান মুঞ্জিল, মোফাজ্জলের স্ত্রী ও শ্বশুরসহ ১৯জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের ভাই।