ভাস্কর্য আর মুর্তিকে এক আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি মহল
- আপডেট সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ভাস্কর্য আর মুর্তিকে এক আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি মহল। অচিরেই এসব বন্ধ না হলে সরকার ব্যবস্থা নেবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, পাকিস্তানি ভাবধারার কোন কোন ব্যক্তি ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল ভাস্কর্য আর মুর্তিকে এক আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদেরকে হুঁশিয়ার করে তিনি বলেন, এমন বিভ্রান্তিমূলক ও উস্কানীমূলক বক্তব্য বন্ধ করতে হবে। দেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের কোন স্থান নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো জানান, অনলাইন পত্রিকার রেজিষ্ট্রেশন দেয়ার ক্ষেত্রে তথ্য যাচাই-বাছাই এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অনলাইন গণমাধ্যমে শৃংখলা আনা প্রয়োজন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দেয়া অনলাইন পত্রিকারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।