ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক
- আপডেট সময় : ০২:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক। গত দু’বছর পেঁয়াজ চাষে লোকসান হলেও, এবার লাভের আশা করছে তারা। এদিকে, ঝিনাইদহে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহের চেয়ে প্রতিমণ চার থেকে পাঁচ’শ টাকা কমে বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়েছে বলে অভিযোগ কৃষকের।
এ বছর ফরিদপুরে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে মুড়িকাঁটা পেঁয়াজ চাষ করা হয়েছে। এ থেকে প্রায় ৬৩হাজার মেট্রিক টন উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকুলে থাকলে কম সময়ে লাভবান হবে কৃষক। তবে পেঁয়াজের মৌসুমে ভারত থেকে আমদানি বন্ধ এবং সহজ শর্তে ঋন দেয়ার দাবি জানিয়েছে তারা।
উৎপাদন বাড়াতে কৃষককে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এদিকে, ঝিনাইদহের শৈলকুপা পাইকারি হাটে পেঁয়াজের দাম কম হওয়ায় হতাশ কৃষক। তাদের অভিযোগ, হাটে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় সিন্ডিকেটের মাধ্যমে দাম কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, বিদেশ থেকে আমদানি বৃদ্ধি ও বাজারে পেঁয়াজ বেশি সরবারহের কারণে দাম কমেছে। শৈলকুপা পাইকারি বাজারে প্রতি হাটবারে প্রায় ২০ থেকে ২১ হাজার মন পেঁয়াজ কেনা-বেচা হচ্ছে।