নিউজিল্যান্ডে জলবায়ুজনিত জরুরি অবস্থা ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডে জলবায়ুজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পার্লামেন্টে প্রস্তাবটি ৭৬-৪৩ ভোটে পাস হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের মধ্যে বেসরকারি খাতকে কার্বনশূন্য করার অঙ্গীকার করেছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বুধবার আইনপ্রণেতাদের বলেন, জলবায়ুজনিত জরুরি অবস্থা ঘোষণা– পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বীকৃতি। পার্লামেন্টের প্রস্তাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে এ সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়। নিউজিল্যান্ড ছাড়াও বিশ্বের ৩২টি দেশ জলবায়ুজনিত জরুরি অবস্থা জারি করেছে। এসব দেশের মধ্যে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য।