করোনায় প্রণোদনার অর্থ ছাড় না করলে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা
- আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনার অর্থ ছাড় না করলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে ঢাকার ওসমানী মিলনায়তনে প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকেই প্রণোদনার অর্থ যথাসময়ে পাচ্ছেন না। কিন্তু ব্যাংকগুলোকে তো সরকার লাইসেন্স দিয়েছে অর্থনীতিকে গতিশীল করার জন্য– শুধু মুনাফার উদ্দেশ্যে নয়। যদি কোনো ব্যাংক কথা না শোনে তাহলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় সভা কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবন শীর্ষক সিরিজ মতবিনিময় সভায় অংশ নেন পরিকল্পনামন্ত্রী সহ অর্থনীতিবিদরা ।
এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সরকারের প্রণোদনার অর্থের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সরকার অর্থ দিচ্ছে , কিন্তু তার বড় একটা অংশ ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না। এ ব্যাপারে অর্থসচিব ও গভর্নরকে ব্যবস্থা নিতে নির্দেশও দেন তিনি ।
এসএমই খাত যাতে টাকা পায়, সে জন্য উদ্যোক্তাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী।
পারিবারিকভাবে ব্যবসাকে ব্যাংকের আওতায় আনতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।সভায় বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ অর্থনীতিবিদরা প্রণোদনা প্যাকেজের গুরুত্ব তুলে ধরেন।