মিল মালিকদের সিন্ডিকেটে দফায় দফায় বাড়ছে চালের দাম
- আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। ব্যবসায়ীরা জানান- অগ্রাহায়ন মাসে চালের সরবরাহের ঘটতি না থাকলেও মিল মালিকদের সিন্ডিকেটকেই দায়ী করছে ব্যবসায়ীরা। সরকারের নীজ উদ্যেগে মোকামে মনিটরিং সেল গঠনের দাবি তাদের। এদিকে, শীতের সবজির আমদানি বাড়ায় দাম সহনীয়, তবে শীতে বিয়ে অনুষ্ঠান বেশি থাকায় বেড়েছে মাংসের দাম। সেই সাথে বেড়েছে হালি প্রতি ইলিশের দাম।
সরবরাহ বাড়ায় ফুলকপি, বাঁধাকপি শিম সহ বেশ কিছু সবজির দাম কমেছে । টানা দুই সপ্তাহ দাম কম থাকায় ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
কোনো কারণ ছাড়াই চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। গত এক সপ্তায় মিনিকেট নাজির শাইল সহ কয়েক জাতের চাল পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে।
মাছের বাজারে ইলিশ সরবরাহ কম, তাই দাম বেড়েছে ইলিশ মাছের, অন্য মাছের রুই কাতলা সহ সব ধরণের মাছ ৮০ থেকে ১ শ টাকা বেড়েছে কেজিতে । ভক্সপপ ৩ ব্যবসায়ী ক্রেতা ।
শীতে সামাজিক অনুষ্ঠান বেশী তাই দাম বেড়েছে মাংসের, সব ধরণের মুরগী কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা । গরুর মাংস আগের দামে থাকলেও খাসির মাংসের কেজি ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৮ শ থেকে ৯ শ টাকা পর্যন্ত ।
চিনি সয়াবিন তেল ডাল আটা ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও বিক্রি হচ্ছে বাড়তি দামে ।