যতো অপকর্মই করুক জনগণের কাছে সরকারের ন্যূনতম জবাবদিহিতা নেই : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যতো অপকর্মই করুক, জনগণের কাছে সরকারের ন্যূনতম জবাবদিহিতা নেই বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলের আলোচনায় একথা বলেন তিনি। সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করেছে সরকার। এসময় তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের কাছে আবার ফিরিয়ে নেয়া হবে। খালেদা জিয়াকে গৃহবন্দী রাখায় সরকারের সমালোচনা করেন তিনি। এছাড়া করোনাকালেও সরকারের ভয়াবহ অত্যাচারের কথা তুলে ধরে নিজের শঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।