আর্জেন্টিনায় ম্যারাডোনার নামে নতুন স্টেডিয়াম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তীকে সম্মান জানিয়ে নাপোলির স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম।
ক্লাবের সেরা ফুটবলারের স্মরণে প্রস্তাবটি করেছিলো ইতালিয়ান ক্লাবটি। ম্যারাডোনার মৃত্যুর নয়দিন পর নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে নেপলস সিটি কাউন্সিল। ফলে ১৭ বছরের চেষ্টা অবশেষে সফল হয়েছে বলে জানিয়েছেন নাপোলি সভাপতি আউরেলিও দি লওরেন্তিস। যদিও ম্যারাডোনার নামের সাথে পুরনো সান-পাওলো নামেও ডাকা যাবে ইতালির তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামকে। ১৯৮৪ থেকে ‘৯১, এই সাত বছর নাপোলিতে খেলেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী। দুবার সিরি-আ জিতিয়েছেন নেপলসের ক্লাবটিকে। গেলো ২৫ নভেম্বর বুয়েনস আইরেসে, ৬০ বছর বয়সে মারা যান দিয়েগো ম্যারাডোনা।