প্লাস্টিক সামগ্রীর চাপে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
প্লাস্টিক সামগ্রীর চাপে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। ব্যবহার কমে যাওয়ায় কোনোভাবেই সুদিন ফিরছেনা নওগাঁর মৃৎশিল্পীদের। তারপরও পেটে-ভাতে টিকিয়ে রেখেছেন বাপ-দাদার পেশা।
নওগাঁর পালপাড়ার নিত্যদিনের চিত্র এটি। সূর্য্য উঠার সাথে সাথে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে নারী-পুরুষ। প্রায় ৫০ বছর ধরে এ কাজ করছেন তারা। বিশেষ ধরনের এটেল মাটি ও পানি দিয়ে মিশ্রন তৈরি করা হয়। এরপর হাত দিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় হাড়ি, পাতিলসহ বাহারি তৈজস পত্র।
কোনোরকমে সময় গড়ায় ঠিকই। কিন্তু সুদিন ফিরেনা এই শিল্পের সাথে জড়িত পরিবারগুলোর। অভাব-অনটন লেগেই থাকে তাদের। জীবন সংগ্রামে টিকে থাকতে ক্ষুদ্র ঋণের দাবি জানিয়েছে গ্রাম প্রধান। জেলার ৯টি গ্রামে পাঁচ শতাধিক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত আছে।