বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অভিযোগে ২ মাদ্রাসা ছাত্রসহ ৪ জন আটক
- আপডেট সময় : ০৭:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত অভিযোগে দুই মাদ্রাসা ছাত্রসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একে ইস্যু বানিয়ে কোন ধরনের নাশকতা করতে দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারী দেন তিনি। আর স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এ ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার রাত সোয়া দুইটায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে যখন সারাদেশ উত্তাল তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, স্থানীয় ইবনে মাসউদ নামের একটি মাদ্রাসা থেকে দুই ছাত্র রাতে বেরিয়ে এসে এ অপকর্ম করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কোনও রকম অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না।
সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্থানীয় সরকার মোঃ তাজুল ইসলাম। এসময় তিনি দাবি করেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার বিষয়টি সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
মন্ত্রীরা জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চলমান তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, তাদের নামেই মামলা হবে। একইসাথে দেশের সব ভাস্কর্যের নিরাপত্তার বিষটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।