বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আইনজীবী উত্তম লাহিড়ী হাইকোর্টে রিটটি দায়ের করেন।
ঢাকার ধোলাইরপাড় চত্বরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল ভাস্কর্য তৈরির পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ইসলামপন্থী বেশ কয়েকটি দল এর বিরোধিতায় সোচ্চার হয়ে ওঠে। এরই মধ্যে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজধানীতে প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট উত্তম লাহিড়ী।