শেষ মুহূর্তে এসে ঝুলে গেলো বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার বিচারকাজ
- আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিচারের শেষ মুহূর্তে এসে ঝুলে গেলো বহুল আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার বিচারকাজ। রোববার বিচারিক আদালতের প্রতি আসামীপক্ষের অনাস্থা আবেদনের শুনানি শেষ হয়। এসময় ২২ ডিসেম্বরের মধ্যে আদালত পরিবর্তনে হাইকোর্টের সিদ্ধান্ত জানাতে আসামীপক্ষকে সময় বেধে দেন বিচারক আবু জাফর মো কামারুজ্জামান। ন্যায় বিচারের লক্ষেই আদালতের প্রতি অনাস্থা জানানো হয়েছে বলে দাবি, আসামীপক্ষের। তবে বিচারকে দীর্ঘায়িত করতেই এই আবেদন বলে মনে করে রাষ্ট্রপক্ষ। আর দ্রুত বিচার শেষ করতে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সহায়তা চেয়েছেন আবরারের বাবা বরকত উল্লাহ্।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ।
রাজধানীর চকবাজার থানায় আবারারের বাবা’র দায়ের করা হত্যা মামলায় ২৫ জনকে আসামী করে শুরু হয় আলোচিত এই মামলার বিচার কাজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ ২৯ দিনে আদালতে সাক্ষ্য দেন ৪০ জন । এমন মুহূর্তে গেল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের ৩১ ও ৩৩ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন আসামীপক্ষের ২২ আইনজীবী। ন্যায় বিচার পাবেন না বলে অনাস্থা জানান আদালতের প্রতি।
রোববার সেই আবেদনের শুনানি নিয়ে ২২ ডিসেম্বরের মধ্যে আদালত পরিবর্তনের বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত জানাবার আদেশ দেয় বিচারিক আদালত। এ সময় কেন আদালতের প্রতি অনাস্থা, সেই কারণ তুলে ধরেন আসামীপক্ষের আইনজীবীরা।
তবে এই আবেদনকে বিচারকে বিলম্বিত করা অপচেষ্টা বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষ।
আর সন্তানহারা পিতার কণ্ঠে ছিল দ্রুত বিচার শেষের আকুতি।
আদেশের সত্যায়িত অনুলিপি হাতে পেলেই হাইকোর্টে আদালত পরিবর্তনের আবেদন করা হবে বলে জানান আসামীপক্ষের আইনজীবীরা। সেই হিসেবে ২১ ডিসেম্বর পর্যন্ত মূলতবি থাকবে আলোচিত এই মামলার বিচারকাজ।