যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে সংবিধান সংরক্ষণ দিবস পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে জাতীয় পার্টি।
দিবসটি উপলক্ষে বিকেলে নগরীর সুন্দর মহলের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা, মহানগর এবং সদর উপজেলা শাখা জাতীয় পার্টি। এতে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে উপস্থিত সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তারকে. আর ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান, সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টারসহ জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।