নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবিচারের ধারা থেকে ফিরিয়ে এনে সুবিচারের পথে দেশকে চালিয়ে নিতে কাজ করে যাচ্ছে সরকার। নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
বাঙালী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমৃত্যু স্বপ্ন দেখেছেন সমাজে নারীর ক্ষমতায়ন, সম মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার। তাঁর সে অবদান স্মরণে ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এইদিনে পালন করা হয় বেগম রোকেয়া দিবস।
সে ধারাবাহিকতায় নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ মহীয়সী নারীকে দেয়া হলো বেগম রোকেয়া পদক-২০২০।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে তার পক্ষে শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ৫ নারীর হাতে সম্মাননা পদক, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রধানমন্ত্রী বলেন, নারীকে শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে সরকার। দাবি করেন, নারী অধিকার রক্ষায় সরকার সফল বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
নারীকে আর্থ-সামাজিক সব দিক থেকে দক্ষ করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। সমাজকে এগিয়ে নিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, নারী নির্যাতন বন্ধ করে, নারীর ক্ষমতায়ন ও তৃণমূল থেকে যেন নারীর নেতৃত্ব গড়ে ওঠে সে বিষয়টি নিশ্চিত করেছে সরকার।
নারীর প্রশিক্ষণে আরো উদ্যোগ নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের অর্জন ও পতাকা সমুন্নত রেখে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে।