বিশ্বের প্রভাবশালী ১শ’ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’-এর জরীপে ২০২০ সালে বিশ্বের প্রভাবশালী ১শ’ নারীর তালিকায় ৩৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও বেশ কয়েকবার ফোর্বস সাময়িকীর এই তালিকায় স্থান পেয়েছেন। ২০২০ সালেও তার অবস্থানের কারণ সম্পর্কে সাময়িকীটি লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা। চতুর্থবার ক্ষমতায় আসতে তার দল আওয়ামী লীগ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসনে বিজয়ী হয়। এ নিয়ে তিনি টানা তিনবার ক্ষমতা আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে বলেও জানায় ফোর্বস সাময়িকী।