ভাস্কর্য নিয়ে পরিকল্পিতভাবে হয়রানিমূলক মামলা করা হচ্ছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাস্কর্য নিয়ে পরিকল্পিতভাবে হয়রানীমূলক মামলা করা হচ্ছে। বিরোধী দলের নেতাদের সবসময় মামলার মধ্যে ব্যস্ত রাখাই আওয়ামী লীগের কাজ। বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন গণ-আন্দোলনকে ভয় পায়, অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়– তখন তারা মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাদের কাজই হচ্ছে, একশ্রেণীর গ্রাম্য মোড়লের মতো সারাক্ষণ মামলা দেয়া। তারা কূটচালের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতারা বর্ণচোরা রাজনীতি করেন। আজ দেশে গণতন্ত্র হত্যা করে তারাই অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে এখন তারা বর্ণচোরা রাজনীতি করছেন।