বাংলাদেশ এখনো সম্পূর্ণ সড়ক ব্যবস্থার উপর নির্ভরশীল : রেলমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিশ্বে যে দেশের রেল ব্যবস্থা যতো উন্নত, সে দেশ ততো উন্নত। কিন্তু বাংলাদেশ এখনো সম্পূর্ণ সড়ক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে রয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একথা বলেছেন। তিনি বলেন, রেলের উন্নয়নকে অবজ্ঞা করা দেশের সামগ্রিক উন্নয়নের জন্যই আত্মঘাতী।
দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের চিলাহাটি হতে ভারতের হলদীবাড়ি রুটে রেল যোগাযোগ আবার চালুকরণের প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন। এসময় মন্ত্রী জানান,আগামী বিজয় দিবসকে সামনে রেখে ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত চিলাহাটি-হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করবেন। পাশাপাশি ২০২১ সালের ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচলের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।