ফুলবাড়িয়া সুপার মার্কেটে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
- আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গুলিস্তানে দ্বিতীয় ফুলবাড়িয়া সুপার মার্কেটে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।দুপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে উচ্ছেদ চালানো হয়। দোকান মালিকদের অভিযোগ, নকশার বাইরে তোলা ৯১১টি দোকানই অস্থায়ীভাবে বরাদ্দ দেয় সিটি করপোরেশন। ২০১২ সালের মার্চ থেকে ২০২০-এর মার্চ পর্যন্ত ভাড়া বাবদ দক্ষিণ সিটি প্রায় সাড়ে ৪ কোটি টাকা আদায় করেছে বলেও জানান তারা।
নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ তৃতীয় দিনের মতো অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন । অভিযানে মার্কেটের লাগোয়া বর্ধিত অংশসহ পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকানগুলো ভেঙে ফেলা হয়।
এ পরিস্থিতির জন্য আগের নগর প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির নেতাদের দুষছেন তারা।এদিকে অস্থায়ী দোকান মালিকদের অভিযোগের জবাবে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন,স্থায়ী দোকান মালিকদের সুবিধার্থে এই অভিযান।
গত মঙ্গলবার থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।