আমন ধান উঠার পরেও বাজারে চালের দাম চড়া
- আপডেট সময় : ০৭:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আমন ধান উঠার পরেও বাজারে চালের দাম চড়া। ব্যবসায়ীদের দাবি, দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের কেজি কয়েক দফায় বেড়েছে ২ থেকে ৩ টাকা। আর বস্তাপ্রতি বেড়েছে ২শ’ টাকা পর্যন্ত। অন্যদিকে সবজি’র বাজারে স্বস্তি ফিরলেও ভোজ্য তেলের বাজার টালমাটাল। ৯০ টাকা থেকে বেড়ে কয়েক দফা বেড়ে সয়াবিন বিক্রি হচ্ছে ১২০ টাকা লিটারে।
সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে আরও কমেছে সবজির দাম। বেশ কয়েকটি সবজি এখন কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে পুরাতন আলু ও পেঁয়াজের দাম ।
এ দিকে ব্যবসায়ীদের দাবি, দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের কেজি দফায় দফায় ২ থেকে ৩ টাকা বেড়ে বস্তা প্রতি ক্রেতাদের গুণতে হচ্ছে বেশি ২শ’ টাকা ।
১ কেজি ওজনের ইলিশ মাছের হালি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। বেশ কিছু দিন হলে সব ধরনের নিত্য-প্রয়োজনীয় মুদিপণ্য চড়া দামে বিক্রি হলেও আবারো লিটারে ২০ টাকা বেড়েছে সয়াবিন তেলের। মাংসের বাজারে শীতে বেচা কেনা কিছু বেশী, তাই দাম বেড়েছে খাসির মাংসসহ কয়েক জাতের মুরগীর।