করোনার চেয়েও আওয়ামী শাসনামল বেশী ভয়াবহ অভিযোগ বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৭:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনার চেয়েও আওয়ামী শাসনামল বেশী ভয়াবহ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আন্দোলন ছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, মিথ্যা বলতে বলতে সত্যকে ভুলে গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির তিন সদস্যসহ নেতাদের রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ ।
এতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারে দমন নিপীড়নের সমালোচনা করে বলেন, দেশ আজ করোনা থেকেও ভয়াবহ রোগে আক্রান্ত।
এদিকে বিএনপি কার্যালয় মিলনাতনে সম-সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নিয়মিত সংবাদ সম্মেলনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আদালত ও নির্বাচন কমিশনকে সরকারের মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছেন ওবায়দুল কাদের
সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে মন্তব্য করে পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ বেশিদিন টিকে থাকতে পারেনি বলেও জানান রুহুল কবির রিজভী।