পদ্মাসেতুর দুই পাড় সংযুক্ত হওয়ার ৩দিন পরেও বিএনপি কোনো ইতিবাচক মন্তব্য করেনি
- আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫১৬ বার পড়া হয়েছে
ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে বিএনপি মানবতাবিরোধী অপরাধ করে আসছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য বিএনপি’র মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত বলেও মত দেন তিনি। অন্যদিকে, তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না বলেই, পদ্মাসেতুর দুই পাড় সংযুক্ত হওয়ার তিনদিন পরেও কোনো ইতিবাচক মন্তব্য করেনি।
স্থানীয় রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আয়োজন করা হয় বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের। সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি’র নানা সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিরুদ্ধে মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত। এর ব্যাখ্যাও দেন তিনি।
ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল দখলের রাজনীতির তথাকথিত সাফল্য নিয়ে বিএনপি সন্তুষ্ট বলেও মনে করেন ওবায়দুল কাদের।
অন্যদিকে সরকারি বাসভবনে আলাদা সম্মেলন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, টিআইবিসহ যেসব সংস্থা পদ্মাসেতু হবে না বলে আর্তনাদ করেছিল তাদের মুখে এখন বন্ধ হয়ে গেছে ।
সরকারের সফলতা কারণেই বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।