দেশের সব পর্যায়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে শহিদ বুদ্ধিজীবীদের
- আপডেট সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে শহিদ বুদ্ধিজীবীদের। রয়েছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৭টায় খুলনা নগর ও আওয়ামীলীগ, খুলনা সিটি করপোরেশন, নগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন, বিএমএর নেতারা শ্রদ্ধা জানান। এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নপূরণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
বগুড়ায় দিবসের প্রথম প্রহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ খোকন পার্কে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।