আজ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে করোনার টিকা দেয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আজ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে করোনার টিকা দেয়া। দেশটির বিশেষজ্ঞরা মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন জরুরিভিত্তিতে অনুমোদন দেয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
টিকা সরবরাহে নিযুক্ত কর্মকর্তা জেন গুসটেভ পেরনা জানিয়েছেন, এ লক্ষ্যে সব অঙ্গরাজ্যে প্রথম দফায় ৩০ কোটি ডোজ টিকা পাঠানো হচ্ছে। ফাইজারের এ করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের এফডিএ জরুরিভিত্তিতে দেশটিতে অনুমোদন দেয়া হয়। এমন সময় যুক্তরাষ্ট্রে করোনার টিকাটির অনুমোদন দেয়া হয়, যখন করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মার্কিন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি অনুমোদন দিতে সমর্থন দিয়েছেন। ফলে গণটিকাদানের পদক্ষেপের ক্ষেত্রে যুক্তরাজ্যের পর আমেরিকার পথ সুগম হয়েছে।