বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
গাজীপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ট্রাক-অটোরিকশা সংর্ঘষে তিনজন নিহত হয়েছে। অট্রোরিকশাটি যাত্রীবাহী তিনজন নিয়ে কোনাবাড়ি থেকে বোর্ড বাজার দিকে যাচ্ছিল। এমন সময় ট্রাকটি ভোগড়া বাইপাস এলাকায় অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশা ড্রাইভার ও দুই যাত্রী নিহত হয়।
মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে দু’জন। সকালে সদর উপজেলার মস্তফাপুরে পৌঁছলে উল্টো পাশ থেকে আসা ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় ভ্যান গাড়িটি বাসের নিচে ঢুকে গেলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ভ্যানচালক ও ভ্যানের একজন যাত্রী নিহত হয়। আহত হয় আরো ৫ জন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা আখাউড়া সড়কে ট্রাক্টর উল্টে শফিকুল ইসলাম নামের এক চালকের মৃত্যু হয়েছে।
এদিকে, দক্ষিণ সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে একজন।