আলাদা সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, ময়মনসিংহ ও মাদারীপুরে সাতজন নিহত
- আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, ময়মনসিংহ ও মাদারীপুরে সাতজন নিহত হয়েছে।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্প নগরীর সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই একটি স্বর্ণের দোকানের কারিগর। পুলিশ জানায়, তাপস মল্লিক, মিলন দেবনাথ ও সুব্রত সেন রাতে মোটরসাইকেলে করে পাটকেলঘাটার যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পৃথক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের নান্দাইলে ইউপি সদস্য সুমি আক্তার লিপিসহ দু’জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, গেলোরাতে নান্দাইল-ত্রিশাল সড়কের চরবেতাগৈর এলাকায় সিএনজির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সুমি আক্তার লিপি উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য। অপরদিকে উপজেলার নান্দাইল-তাড়াইল সড়কের বারুইগ্রাম নামকস্থানে এক বৃদ্ধ পথচারী ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গেলোরাতে দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলা ভাঙ্গাব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।