করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের উহানে যাচ্ছেন বিজ্ঞানীরা
- আপডেট সময় : ০৭:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের উহান শহরে যাচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য বিজ্ঞানীরা । বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আগামী জানুয়ারিতে বিশেষজ্ঞ এ দলটি উহান যাবে।
বেইজিংয়ের পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয় । এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহর। মনে করা হয়, সেখানকার একটি বন্যপ্রাণী বিক্রির একটি বাজার থেকে এ ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়েছে পড়েছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ভাইরাসকে চীনা ভাইরাস হিসেবেও অভিহিত করেন। এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা নিয়ে অস্বস্তি রয়েছে বেইজিংয়ের। উহানে ডব্লিউএইচওর পাঠানো ১০ বিজ্ঞানী মূলত ভবিষ্যতে এ ধরনের প্রাদুর্ভাব ঠেকানোর উপায় খুঁজতে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির একজন জীববিজ্ঞানী। উহানে এই তদন্ত দলের কার্যক্রম চার থেকে পাঁচ সপ্তাহের মতো স্থায়ী হতে পারে ।