স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা
- আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। টেবিল টপার সোসিয়েদাদের সঙ্গে কাতালানদের জয় ২-১ গোলে। ইংলিশ লিগে জিতেছে লিভারপুল। বিগ ম্যাচে টটেনহামকে একই ব্যবধানে হারিয়েছে অলরেডস। তবে, হোচট খেয়েছে আর্সেনাল। সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা।
পয়েন্ট টেবিল বলছে, একের সঙ্গে ৮ এর লড়াই। তবে, ফুটবলে ন্যুনতম ধারণা না থাকা মানুষটা ভাবতেও পারবে না, কে এখানে এক আর কে আট। ঘটনাটা বার্সেলোনা ভক্তদের জন্য লজ্জার হলেও, মৌসুম জুড়ে এটাই বাস্তবতা।
ন্যু ক্যাম্পে আজও শুরুটা নড়বড়ে কাতালানদের। মেসিকে সামনে রেখে বদলানো ফর্মেশনটাও কাছে আসেনি কোম্যানের। মাঝ মাঠের দখল নিতে হিমশিম খায় বুস্কেটস-গ্রিজম্যানরা। সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় রিয়াল সোসিয়েদাদ। ২৭ মিনিটে পর্তুর পাসে দলকে এগিয়ে দেন উইলিয়ান জোসে।
তবে, এদিন আর কোচকে খুব বেশিক্ষণ চিন্তায় রাখেন নি জোর্ডি আলবা। অনেকটা একক চেষ্টাতেই দলকে সমতায় ফেরান এ স্প্যানিশয়ার্ড। সমতায় ফিরে যেন খোলশ ছেড়ে বের হয় বার্সা। ৪৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। এবার স্পট লাইটে ফ্রাঙ্কি ডি ইয়ং।
প্রথমার্ধ্বের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেকটাই নিরুত্তাপ দুদল। বিরতি থেকে ফিরে গোলের সুযোগ তৈরি কর তে পারেনি কেউই। দু একবার অবশ্য আক্রমণে গিয়েছিলো বার্সা। কিন্তু বাধার দেয়াল প্রতিপক্ষ গোলরক্ষক। তবে, কাতালানদের বড় প্রাপ্তি শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে ছাড়া।
শেষ পর্যন্ত নিশ্চিত নয় কেউই। এটাই হয়তো ইংলিশ লিগের সৌন্দর্য্য। কেননা ইপিএলে আরো একটা ম্যাচ ফয়সালা হয়েছে শেষ ক্ষণে। তারই আরেকটি উদাহরণ দেখালো লিভারপুল। দেখালেন রবার্তো ফিরমিনো।
প্রথমার্ধে খোলসবন্দী টটেনহাম। কাউন্টার অ্যাটাকেই সীমাবদ্ধ। সেই সুযোগে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। মোহামেদ সালাহ আরও একবার উল্লাসের উপলক্ষ্য এনে দেন দলকে।
তবে লিডের স্থায়ীত্ব মাত্র সাত মিনিটের। কোরিয়ান গোল মেশিন সন হিউং মিনের কল্যাণে ম্যাচে টটেনহাম।
শেষ পর্যন্ত দুর্ভাগ্য মরিনিয়োর দলের। সুযোগ কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আর ঘরের দূর্গে লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা ৬৬তে নিয়ে গেলো লিভারপুল।