এবার মডার্নার টিকাও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১১:৫৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ফাইজার–বায়োএনটেকের টিকার পর এবার মডার্নার টিকাও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন বলেছে, মডার্নার টিকা নিরাপদ এবং ৯৪ শতাংশ কার্যকর। মর্ডানা জানিয়েছে, অনুমোদন পেলে ব্যাপক পরিমাণে টিকা তৈরি করা হবে। এরই মধ্যে মডার্নার ভ্যাকসিনটি ৯৪ শতাংশ কার্যকর ও নিরাপদ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ। প্রতিষ্ঠানটির এক গবেষণায় বলা হয়েছে, মডার্নার টিকায় বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নেই মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া। টিকাটির কার্যকারিতা ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে। সেখানে ৯৪ শতাংশ কার্যকারীতার তথ্য মিলেছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। করোনা টিকা উদ্ভাবনের কারণে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। এবছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ফাইজার–বায়োএনটেকের টিকাটি রাখতে হয় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। অন্যদিকে মডার্নার টিকাটি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই রাখা যায়। পরিবহণে সুবিধার কারণে গ্রীষ্মপ্রধান অনেক দেশের পছন্দ মডার্নার টিকা।