দলের শৃঙ্খলা পরিপন্থী কোন কাজই করেননি বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান
- আপডেট সময় : ০২:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দলের শৃঙ্খলা পরিপন্থী কোন কাজই করেননি বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। জিয়া পরিবারসহ দলের ভাবমুক্তি ক্ষুন্ন করে কখনো কটুক্তি করেননি বলেও দাবি তার।
সকালে রাজধানী বনানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। দলের শৃঙ্খলা বিরোধী কোন বক্তব্য থাকলে তা স্থায়ী কমিটির কাছে উপস্থানের দাবিও জানান মেজর হাফিজ। সম্প্রতি দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে করা ১১টি পয়েন্টে শো’কজের জবাবে এসব কথা বলেন বিএনপির এই নেতা। যুগ্ম মহাসচিব ভাইস চেয়ারম্যানকে এমন শো’কজ করতে পারেনা বলেও দাবি করেন তিনি। ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেও নেতাকর্মীদের অনুরোধে তা থেকে সরে আসছেন মেজর হাফিজ। আর মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করতে বিএনপিতে একটি মহল সক্রিয় বলেও দাবি করেন তিনি।